সিএইচটি ভ্যানগার্ড, নানিয়ারচর
মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নানিয়ারচর থানা কমিটির উদ্যোগে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০নভেম্বর) উপজেলা মাঠ প্রাঙ্গনে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় জনসংহতি সমিতির জেলা কমিটি, থানা কমিটি, নানিয়ারচর মহিলা সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পন করেন। বন্ধু প্রতীম সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্যরাও পুষ্পমাল্য অর্পন করেন।
ছাত্র নেতা এল্টন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানা কমিটির সভাপতি প্রীতি কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ান, নানিয়ারচর থানা সহ-সভাপতি জ্ঞান জ্যোতি চাকমা, নানিয়ারচর ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠক রনয় চাকমাসহ এসব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, এমএন লারমার আদর্শে উজ্জীবিত হয়ে আমাদেরকে এক ও একক সংগঠনকে বেছে নিতে হবে। তবেই পাহাড় থেকে হিংসা, হানাহানি ও রক্তপাত বন্ধ করা সম্ভব। পার্বত্যাঞ্চল থেকে রক্তপাত বন্ধে ও শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।
তিনি আরো জানান, পাহাড়ের উন্নয়নে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে জনগণের সাথে আরো আন্তরিক হতে হবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানাচ্ছি তিনি যেন নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে নিয়োগ দেন। এতে করে জেলা পরিষদ চেয়ারম্যান জনগণের চাহিদা ও প্রকৃত সেবা নিশ্চিত করতে পারবে।