সিএইচটি ভ্যানগার্ড, নানিয়াচর প্রতিনিধি

আজ (১৭ ফেব্রুয়ারি ২০২৫) আনুমানিক সকাল ৭ ঘটিকার সময় নানিয়াচরের বগাছড়ির ভূইয়ো আদাম কৈলাশ পাড়ায় সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায়, আজ সকালে পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে গেলে অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ পরিবারটি যে জায়গাতে বসবাস করে আসছে সে জায়গাটি দীর্ঘদিন ধরে এক সেটেলার বাঙালি তার বলে দাবী করে আসছে। আদৌতে জায়গাটি ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তা মন্টু চাকমার (প্রিয়াঙ্কা বাপ)। কারণ জায়গাটি জুম্ম গ্রামের একদম মাঝখানে হওয়ায় জায়গাটি সেটেলার বাঙালিদের হওয়ার কোন প্রশ্নই আসেনা। মন্টু চাকমারা কাজের জন্য বাইরে গেলে সেই সুযোগে চুপিসারে সেটেলার বাঙালিরা অগ্নিসংযোগ করেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।