বিশেষ প্রতিনিধি
বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নস্থ কয়লা গ্রামের বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী এক আদিবাসী কিশোরী (১৪) কে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আবুল কাশেম (৪২)’র বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর মা।
আজ সোমবার (১২/০৫/২০২৫ইং) জোরাগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। অভিযুক্ত আবুল কাশেম ১নং করেরহাট ইউনিয়ন শাখা যুবদলের সদস্য ছিলেন।

একই অভিযোগের ভিত্তিতে ১ নং করেরহাট ইউনিয়ন যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। জোরাগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিস্কারাদেশের বিষয়ে জানানো হয়।
উল্লেখ্য, গতকাল বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নস্থ কয়লা গ্রামে সন্ধ্যায় বাসায় একা পেয়ে আদিবাসী ত্রিপুরা কিশোরীকে ধষর্ণ চেষ্টার পর মামলা না দিতে হুমকি প্রদানের অভিযোগ উঠে আবুল কাশেম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই খবর ছড়িয়ে পরার পর জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।