ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড, মন্ত্রীসভায় অনুমোদন।

দেশসংবাদ

ভ্যানগার্ড ডেস্ক

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর সংশোধনী নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। আগামীকাল অধ্যাদেশ জারি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

খবর এবং ছবি ইন্ডিপেন্ডেন্ট অনলাইন এর সৌজন্যে।

এটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাষ্ট্রপতি বরাবর বিল আকারে সারসংক্ষেপ পাঠানো হবে।

রাষ্ট্রপতি ৯৩(১) অনুচ্ছেদের বলে অধ্যাদেশ জারি করবেন এবং তা আইনে রূপ নেবে। এরপর জাতীয় সংসদ অধিবেশন বসলে প্রথম বৈঠকেই এ অধ্যাদেশকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে।

সম্প্রতি সিলেটে গৃহবধূকে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সম্প্রতি ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছে। আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধনের দাবি তোলেন।

এরপর আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের বিষয়ে সরকারি মনোভাবের বিষয়টি জানান। কিন্তু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

Tags: , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে রাঙ্গামাটিতে মানববন্ধন।
জেএসএস ও যুব সমিতির পানছড়ি থানা সম্মেলন সম্পন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu