নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে খাগড়াছড়িতে সংঘটিত গণধর্ষণ এবং লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। সিএইচটি ভ্যানগার্ড প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং সংগ্রহীত ছবির মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
রাঙ্গামাটিঃ “ধর্ষিতার কান্না, ধর্ষকের উল্লাস, আমি বোবা, আমি অন্ধ, আর না আর না।” এই স্লোগানকে সামনে রেখে আজ ২৬/০৯/২০২০ ইং সকাল ৯.০০ ঘটিকার সময়ে রাঙ্গামাটিতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সম্মিলিত ছাত্র সমাজ ও সামাজিক সংগঠনের ব্যানারে তিন পার্বত্য জেলাসহ সমগ্র বাংলাদেশের ধর্ষণের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত ছাত্র সমাজ ও সামাজিক সংগঠনের দাবীর সাথে সামিল হয়ে আজকের মানববন্ধনে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সংহতি জানায়। BMSC রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মংশিচিং মারমা সঞ্চালনায় মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মিজ্ নিরুপা দেওয়ান, WRN এর জেলা সমন্বয়ক এড. সুস্মিতা চাকমা BTSWF এর কেন্দ্রীয় সহ-সভাপতি জেমি তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক জগদীশ তঞ্চঙ্গ্যা, BMSC রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি রাম্রাচাই মারমা, উন্মেষ সভাপতি বিটন চাকমা, TSF রাঙ্গামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক সীমা ত্রিপুরা, রাঙ্গামাটি কলেজের শিক্ষার্থী সুমনা চাকমা এবং সোশাল ওয়ার্কার নবাশীষ চাকমা প্রমুখ।


ঢাকাঃ পাহাড়ে আদিবাসী নারী ধর্ষণ-সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ ও সাভারে কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদ জানানো হয়েছে রাজধানীর শাহবাগে। নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ এর ব্যানারে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে পাহাড় ও সমতলে অব্যাহত নারী ধর্ষনের প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।