সিএইচটি ভ্যানগার্ড
“পাহাড়ে সকল শাসন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হোন” এই স্লোগানে দীঘিনালা সরকারি কলেজে নবীণ বরণ, কলেজ ও দীঘিনালা থানা শাখার যৌথ কাউন্সিল সম্পন্ন হয়েছে।
আজ (২৫জানুয়ারি ২০২৪) সকাল ১০ঘটিকার সময়ে দীঘিনালা সরকারি কলেজ প্রাঙ্গণে নবীণ বরণ ও যৌথ কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে পিসিপি দীঘিনালা থানা শাখার বিদায়ী সাধারণ সম্পাদক রিংকু চাকামার সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি বিবেক চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন করেন নিটন চাকমা।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস’র কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক শ্রী প্রশান্ত চাকমা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রীতি খীসা, দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী সমীর চাকমা, যুব সমিতির দীঘিনালা থানা শাখার সভাপতি শ্রী সোনামনি চাকমা, দীঘিনালা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী তরুণ কান্তি চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি শ্রী সুজন চাকমা ঝিমিট।
জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল আরম্ভ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে নবীণ বরণ ও কাউন্সিলের প্রধান অতিথি শ্রী প্রশান্ত চাকমা, দলীয় পতাকা উত্তোলন করেন শ্রী বিবেক চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক, তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের ভাগ্য পরিবর্তন তথা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষে নবীণদের অংশগ্রহণ অতীব জরুরি বলে বক্তারা ব্যক্ত করেন। আজকে পার্বত্য চট্টগ্রামের জুম্ম ছাত্র সমাজ ব্যাপক রাজনৈতিক বিমূখ হয়ে পড়েছে। যারা পার্বত্য চট্টগ্রামের মাটি ও মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করতে চান তারা কখনো রাজনৈতিক বিমূখ হতে পারেন না। কোন অজুহাত তারা দেখাতে পারেন না। যে সকল পরিস্থিতির কারণে আজকের ছাত্র সমাজ রাজনীতি বিমূখ হয়ে পড়ছেন সে সকল বিষয়ে তোমাদের কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, এই অচলাবস্থাকে সচল করতে হবে। তরুণ-ছাত্র সমাজের অংশগ্রহণ ব্যতীত কোন আন্দোলন আজ পর্যন্ত সফল হয়নি, আপনার এগিয়ে না আসলে আমাদের আন্দোলনও সফল হবেনা।
সবশেষে, পিসিপি দীঘিনালা থানা শাখা ও সরকারি কলেজ শাখা পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে বিবেক চাকমাকে সভাপতি, নিটন চাকমাকে সাধারণ সম্পাদক ও সুমন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ বিশিষ্ট দীঘিনালা থানা শাখা কমিটি ঘোষণা করা হয়।
এবং সুশীল চাকমাকে সভাপতি, করুনা শেখর দেওয়ানকে সাধারণ সম্পাদক ও অনিক চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,দিঘিনালা সরকারি কলেজ শাখা কমিটি ঘোষণা করা হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ দীঘিনালা থানা শাখা ও দীঘিনালা সরকারি কলেজ শাখা যৌথ নবাগত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ-সভাপতি শ্রী সুনেন্টু চাকমা।