সিএইচটি ভ্যানগার্ড, ঢাকা

ঢাকায় মিরপুরস্থ কাজীপাড়ায় সতেজ চাকমা (২১) নামে এক ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর ২০২৩) দুপুর ১২টার দিকে কাজীপাড়াস্থ ভাড়া বাসায় গলায় ধরি দিয়ে আত্মহত্যা করেন। এরপর তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ কি তা সঠিকভাবে জানা যায়নি।
সতেজ চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা সদরস্থ কামিনী মেম্বার পাড়ার পূর্ণধন চাকমা ও কুহেলিকা চাকমার ২ সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান। তিনি ঢাকায় গ্রীন ইউনিভার্সটির ২য় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা যায়।