জেএসএস কেন্দ্রীয় উপদেষ্টা সদস্য প্রশান্ত চাকমার প্রয়াণঃ জেএসএস এর শোক

পার্বত্য চট্টগ্রামরাঙ্গামাটিসংবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য প্রশান্ত চাকমা বার্ধক্যজনীত কারনে গতকাল (২৬ আগস্ট) নিজ বাসভবন পানছড়ি উপজেলার কুড়াদিয়াছড়া, পুলিনপুর গ্রামে রাত সাড়ে ১০ ঘটিকায় ৭৫ বছর বয়সে (ভোটার আইডি কার্ড অনুযায়ী) পরলোকগমণ করেন।

দলীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ই ডিসেম্বর ১৯৪৯ সালে প্রশান্ত চাকমা দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের নৌকাছড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পাকিস্তান শাসনামলে ১৯৬৯ সালে এবং বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭১ দীঘিনালা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম জুড়ে জুম্ম জনতার আন্দোলন বেগবান হতে থাকলে তিনিও সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হন।

সে সময়ে মানবেন্দ্র নারায়ণ লারমাসহ জুম্মদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা সামনের সাড়িতে থেকে নেতৃত্বে ছিলেন বেশীর ভাগ শিক্ষকতার পেশা বেঁছে নিয়েছিলেন। জানা যায়, তিনি মানবেন্দ্র নারায়ণ লারমার ছাত্র ছিলেন এবং শ্রী লারমার শহীদ হওয়ার আগ পর্যন্ত তাঁর ঘনিষ্ঠ সহচর ছিলেন প্রশান্ত চাকমা।

পারিবারিক সূত্রে জানা যায়, কুড়াদিয়াছড়া, পুলিনপুর গ্রামে আজ তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রশান্ত চাকমার পরলোকগমনে শোক জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)

প্রশান্ত চাকমার পরলোকগমনে শোক জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। জুপিটার চাকমা স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনে প্রশান্ত চাকমার মহান অবদান ও আত্মবলিদান অনস্বীকার্য। তিনি আমৃত্যু মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শে বলীয়ান জুম্মজনগণের একজন আদর্শবান ও নিঃস্বার্থ বন্ধু ছিলেন।

Tags: , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

রাঙ্গামাটিতে ধর্ষণের বিচার ও ৮ দফা দাবীতে সংঘাত ও বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
বান্দরবানের দুর্গম এলাকায় তীব্র খাদ্য সংকট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu