খাগড়াছড়ি প্রতিনিধি
জাতীয় ও জন্মভূমির অস্তিত্ব সংরক্ষণে জনসংহতি সমিতির পতাকাতলে সমবেত হোন এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদরের তেঁতুলতলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০ ঘটিকায় তেঁতুলতলা মিলনায়তন প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান বক্তা বিমল কান্তি চাকমা এবং সংগঠনের সাধারণ সম্পাদক অংশুমান চাকমা। একইসাথে বেলুন উড়িয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সহ সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে উদ্বোধক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা, পিসিজেএসএস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, সুশীল সমাজের প্রতিনিধি রবি শংকর তালুকদার, সন্তোষিত চাকমা বকুল, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান (দীঘিনালা) ধর্মজ্যোতি চাকমা, (লক্ষ্মীছড়ি) সুপার জ্যোতি চাকমা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুম্ম জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশ্যার সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এই সংগঠনটিকে ঘিরে পার্বত্যবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। তাই এই প্রত্যাশা পূরণে বর্তমান উদিয়মান নেতৃত্বকে অবশ্যই এম এন লারমার চেতনাকে ধারণ করতে হবে, অধ্যায়ন করে আন্দোলনকে এগিয়ে নিতে হবে। সম্মিলিত শক্তিকে যেকোন শক্তি ভয় পায়, সেকারণে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের কোন বিকল্প নেই।