সিএইচটি ভ্যানগার্ড

প্রেস বিজ্ঞপ্তি,
“পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদী সকল অপশক্তির বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র তিন দিনব্যাপী ১৩তম জাতীয় সম্মেলনের সমাপন অধিবেশন খাগড়াছড়ি সদরের মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য থুইলাঅং মারমা

সম্মেলনে তিন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে পাঁচ শতাধিক প্রতিনিধি এবং পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
তিন দিন ব্যাপী জাতীয় সম্মেলনের আজ ৩০শে মে সমাপনী দিনে আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটির প্যানেল উপস্থাপন করা হয়।
উপস্থিত সকল প্রতিনিধি এবং পর্যবেক্ষকবৃন্দের সর্বসম্মতিতে উপস্থাপিত প্রস্তাবনা এবং উপস্থাপিত নতুন কেন্দ্রীয় কমিটির প্যানেল অনুমোদন লাভ করে ।

জাতীয় সম্মেলনের মাধ্যমে অনুমোদিত প্যানেল বিমল কান্তি চাকমাকে সভাপতি, অংশুমান চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুধাকর ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
এছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয়।