পানছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে জমি বিরোধের জেরে কল্প রঞ্জন ত্রিপুরা (৫৫) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ৮ মে ২০২৫ খ্রি. পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তক্ষীরায় পাড়ায় এ ঘটনাটি ঘটে। কৌশলে কল্প রঞ্জন ত্রিপুরাকে গভীর জঙ্গলে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত কল্প রঞ্জন ত্রিপুরা তক্ষীরায় পাড়ার মৃতঃ বংশী কুমার ত্রিপুরা ও কান্ত লক্ষী ত্রিপুরার ছেলে।
স্থানীয়দের তথ্যমতে, হত্যায় জড়িতরা হলেন একই গ্রামের ১) পূর্ণ বিকাশ ত্রিপুরা, ২) যোগী ত্রিপুরা, ৩) ভাগ্যরতী ত্রিপুরা, ৪) বনজনা ত্রিপুরা।

মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনেরা উক্ত ঘটনায় পানছড়ি থানায় মামলা রুজু করেছেন। হত্যাকারী ৪জনের মধ্যে ২জন পলাতক রয়েছেন এবং ২জনকে পানছড়ি থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দু’জন হলেন ১) যোগী ত্রিপুরা ও ২) ভাগ্যরতী ত্রিপুরা।