লংগদু প্রতিনিধি
জুম্ম জাতীয় অস্তিত্ব সংরক্ষণে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হোন এ স্লোগানকে সামনে রেখে জুম্ম জাতির বিপ্লবী চেতনার অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লংগদুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭:০০ ঘটিকায় প্রভাতফেরী এবং ৭:৩০ ঘটিকায় পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। যুব নেতা সুগত চাকমার সঞ্চালনায়, শ্রী বিমল কান্তি চাকমার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান পার্টি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রী সুভাস কান্তি চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেএসএস জেলা কমিটির সহ- সভাপতি, শ্রী কিরণ চাকমা মহোদয়। এছাড়াও সভায় জনসংহতি সমিতি , যুব সমিতি, মহিলা সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয়, জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণসভার শুরুতে যুব নেতা সুগত চাকমার শোক প্রস্তাব পাঠ শেষে জুম্ম জাতির অধিকার আদায়ে আত্মবলিদানকারী সকল শহীদের স্মরণে ১ মিনিট মনোব্রত পালন করা হয়। জেএসএস লংগদু থানা কমিটির তথ্য প্রচার সম্পাদক শ্রী বিনয় চাকমার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। এছাড়াও জনসংহতি সমিতি লংগদু থানা কমিটির সংগ্রামী সভাপতি- শ্রী সুশীল জীবন চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক- শ্রী সুভাষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ লংগদু থানা শাখার সভাপতি- শ্রী রাকেশ চাকমা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন।
স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র ব্যক্তি, পারিবারিক ও রাজনৈতিক জীবনের দীর্ঘ ইতিহাস নিয়ে আলোকপাত করে বলেন, বিপ্লবী লারমা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের উপর চলমান উগ্র জাতীয়তাবাদ, উগ্র মৌলবাদ, ইসলামী সম্প্রসারণবাদ ও সম্রাজ্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগষ্ট আওয়ামিলীগ সরকার পতনের পরবর্তীতে পাহাড়েও সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলন নামে যে ফ্লাটফর্ম দাড়িয়েছে তাদের পার্বত্য চুক্তি ও আদিবাসী বিষয়ে যে চিন্তা চেতনা জাগ্রত হয়েছে সেটির সাধুবাদ জানান।
স্মরণসভায় বক্তারা আরও বলেন, দীর্ঘ দুই যুগের রক্তক্ষয়ী আন্দোলনের ফলস্রুতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু চুক্তি স্বাক্ষরের দীর্ঘ সূত্রীতার কারণে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী রাজনোইতিক সমাধান এখনও অধরায় রয়ে গিয়েছে। অপরদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চুক্তি স্বাক্ষরের পর থেকে চুক্তি বিরোধী একের পর পর এক ষড়যন্ত্র চলছে, যার মাধ্যমে একটি মহল স্বার্থ হাসিলের হীন চক্রান্তে লিপ্ত রয়েছে। পাহাড়ের একটি ক্ষুদ্র অংশও চুক্তি বিরোধীতা করে এই ষড়যন্ত্রে শামিল হয়ে দীর্ঘ ২৭টি বছর ধরে জুম্ম জাতিকে বিভক্ত করে রেখেছে।
স্মরণসভা থেকে চুক্তি বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন গড়ে তুলার আহ্বান জানানো হয়।
এছাড়াও লংগদু উপজেলাধীন এলাকাবাসীর উদ্যোগে করল্যাছড়িতে মহান নেতার ৪১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করে জেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির অন্যতম সদস্য অনঙ্গলাল চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্ঞানপ্রিয় চাকমাসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।