সিএইচটি ভ্যানগার্ড, মহালছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি ৩নং ওয়ার্ডের জয়সেন পাড়া এলাকায় ভূমি বেদখলকে কেন্দ্র করে সেটেলার বাঙালি ও জুম্মদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
জানা যায়, জুম্মদের ভূমি বেদখল করার উদ্দেশ্যে গতকাল (১৭ সেপ্টেম্বর ২০২১) সেটেলার বাঙালিরা জুম্মদের জায়গাগুলোতে তিনটি ঘর নির্মাণ করে। ভূমি বেদখল করার উদ্দেশ্যে যেসব সেটেলার বাঙালিরা ঘর নির্মাণ করেছে তাঁরা হলেন- ১.জয়সেন পাড়ার বাসিন্দা মোঃ বাদশা মিয়া ; ২. স্থানীয় প্রভাবশালী মোঃ আজিজ মেম্বারের ভাতিজা মোঃ আনোয়ার এবং ৩. পাকুজ্জ্যাছড়ি এলাকার মোঃ সরোজ আলী। পরে উক্ত ঘরগুলো জয়সেন পাড়ার স্থানীয় জুম্মরা ভেঙ্গে দেয়। এরপর থেকে উক্ত এলাকায় জুম্ম ও সেটেলার বাঙালিদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে।
উক্ত উত্তেজনার জের ধরে আজ (১৮ সেপ্টেম্বর) সকাল হতে জয়সেন পাড়া এলাকায় সেনাবাহিনীরা অবস্থান করছে বলে জানা গেছে। সেনাবাহিনীর উপস্থিতিতে সেটেলার বাঙালিরা বর্তমানে বিভিন্ন গাড়িযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুম্মদের উপর আক্রমণ করার জন্য জয়সেন পাড়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে উক্ত এলাকায় যেকোন সময় সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা করছেন স্থানীয়রা।