ভ্যানগার্ড ডেস্ক

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি’র উদ্যোগে শহীদ সমর বিজয় চাকমার স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫মার্চ ২০২১ইং শুক্রবার সকাল ১০ঘটিকার সময়ে খাগড়াছড়ি সদরের মধুপুরস্থ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র অস্থায়ী কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী জ্ঞান চাকমা’র সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটি’র সংগ্রামী সভাপতি শ্রী সুভাষ কান্তি চাকমা। আরও উপস্থিত ছিলেন পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটি’র আইন বিষয়ক সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী সুদর্শন চাকমা, যুব বিষয়ক সম্পাদক শ্রী চিত্র বিকাশ চাকমা, বাঘাইছড়ি থানা কমিটি’র সাধারণ সম্পাদক শ্রী জোসি চাকমা, খাগড়াছড়ি সদর থানা কমিটি’র সভাপতি শ্রী প্রত্যয় চাকমা প্রমূখ। এছাড়াও শোক সভায় পিসিপি, যুব সমিতি ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শোক সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি’র খাগড়াছড়ি জেলা কমিটি’র সাধারণ সম্পাদক রিগ্যান চাকমা ও স্বাগত বক্তব্য রাখেন যুব সমিতি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দীপু চাকমা।
শোক সভায় সমর বিজয় চাকমার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বক্তারা এযাবৎকালের সকল শহীদদের আত্মবলিদান স্বীকার করেন এবং আগামী দিনের লড়াই সংগ্রামে শোককে শক্তিতে পরিণত করে জুম্ম স্বার্থ পরিপন্থী, প্রতিক্রিয়াশীল ও চুক্তি বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করে জুম্ম জনগণের প্রাণের দাবী পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আন্দোলন জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, গত ২৪ফেব্রুয়ারি ২০২১ইং আনুমানিক দুপুর ১২.৪৫ টার সময়ে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের পিআইও কক্ষে নিহত হন পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সমর বিজয় চাকমা। তিনি রুপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিও(মেম্বার) ছিলেন।