সিএইচটি ভ্যানগার্ড

খাগড়াছড়ি সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামের পাশে চেঙ্গী নদীতে ডুবে দুই কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
জানা যায়, আজ (১১ এপ্রিল ২০২৫) সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় চেঙ্গী নদীতে শামুক তুলতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা যায়। প্রথমে নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হলেও পরে মৃত অবস্থায় চেঙ্গী নদী থেকে স্থানীয়রা উদ্ধার করে বলে জানা যায়।
নিহতরা হলেন
১) রিয়া চাকমা(১৩), পীং- মুনি চাকমা, মাতা- শ্যামলী চাকমা, গ্রাম- নলছড়া, ইউপি- ভাইবোনছড়া, খাগড়াছড়ি সদর উপজেলা।
২) পিয়াসি চাকমা(১৩), পিতা- বিদেশ চাকমা, মাতা মিনাক্ষী চাকমা, গ্রাম-নলছড়া, ইউপি- ভাইবোনছড়া, খাগড়াছড়ি সদর উপজেলা।