খাগড়াছড়ি প্রতিনিধি
‘আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ যুব শক্তির বিকল্প নেই’ এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির ৩য় যুব সম্মেলন খাগড়াছড়ি সদরের জেবিসি রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে।
সম্মেলনে জ্ঞান প্রিয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, উদ্বোধক এবং সম্মানিত অতিথি হিসেবে প্রশান্ত চাকমা, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক, জেএসএস, কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা প্রমুখ।
সম্মেলনে যুব সমিতির বিভিন্ন ইউনিয়ন, থানা, জেলা কমিটির নেতৃবৃন্দরা ছাড়াও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি এবং জনসংহতি সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, সরকার দেশীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করছে যা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের সাথে প্রতারণার সামিল। এছাড়াও সীমান্ত সড়ক নির্মাণ, পর্যটনের নামে ভূমি বেদখলের মাধ্যমে প্রান্তিক জুম্ম জাতিগোষ্ঠীগুলোর প্রথাগত ভূমি অধিকারকে প্রতিনিয়ত খর্ব করে চলেছে। এমতাবস্থায় জুম্ম জনগণকে ঐক্যবদ্ধকরণের মাধ্যমে অধিকার আদায়ের আন্দোলন তরান্বিত করার কোন বিকল্প নেই।
সম্মেলনের মাধ্যমে জ্ঞান প্রিয় চাকমাকে সভাপতি, জগদীশ চাকমাকে সাধারণ সম্পাদক এবং প্রতিভাস চাকমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়৷