ভেনগার্ড প্রতিবেদক
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সফল ইউপি সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, কাপ্তাই উপজেলা কমিটির সদস্য সাজাইমং মারমা আজ ২৪ নভেম্বর বিকাল ৩ঘটিকার সময়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
জানা যায় আজ সকাল ৯ঘটিকার সময়ে রান্নাবান্নার সময় তিনি স্ট্রোক করেন। স্ট্রোক করার সাথে সাথে খাগড়াছড়ির সদর মেডিকেল হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেয়া হয়। হসপিটালে পৌঁছার সাথে সাথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনীর সশস্ত্র সংগ্রামে ১৯৭৮ সাল হতে ১৯৯৭ সালের চুক্তিপূর্ব পর্যন্ত শান্তিবাহিনীতে একজন গেরিলা সদস্য হিসেবে ছিলেন। পার্বত্য চট্টগ্রামের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের অপরাজনীতির কারণে বিগত কয়েকমাস সময় হতে তিনি নিজ এলাকা ছেড়ে খাগড়াছড়িতে অবস্থান করতে বাধ্য হয়েছিলেন। খাগড়াছড়িতে অবস্থান করেই তিনি পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন।
মৃত্যুকালে নিজ গ্রাম কালামাইশ্যা পাড়ায় তিনি রেখে গেছেন স্ত্রী ও ৩ পুত্র সন্তান। এদিকে তার মৃত্যুতে জনসংহতি সমিতির নেতাকর্মীরা গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।