সিএইচটি ভ্যানগার্ড, সাজেক

ইউপিডিএফ(প্রসীত) দল কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের জুম্ম অধ্যুষিত বাঘাইহাট বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গিয়েছে।
গতকাল রবিবার (২৫/০৭/২০২০ইং) সাজেক ইউনিয়নের বেশ কয়েকটি জুম্ম গ্রামে ইউপিডিএফ(প্রসীত) দলের লোকেরা উপস্থিত হয়ে বাঘাইহাট বাজার অনির্দিষ্টকালের জন্য জুম্মদের বয়কট করতে বলে দেয়। বেশ কয়েকটি গ্রামের মধ্যে করল্যাছড়িতে পরিচালক অক্ষয় বাবু, ভাইবাছড়াতে যুব ফোরাম নেতা রুপম চাকমা, নন্দরাম এলাকায় পরিচালক আকাশ চাকমা(এ্যাকশন বাবু) ও মাচালং এলাকার পরিচালক বটিস বাবু উপস্থিত ছিলেন বলে জানা যায়।
জানা যায়, মাসখানেক আগে সাজেক থেকে সমরিকা চাকমা নামে এক জুম্ম মেয়ে বাঘাইহাট বাজারের ব্যবসায়ী মোঃ কাশেম মাঝির ছেলে মোঃ কাউসারের সাথে পালিয়ে বিয়ে করে। এরপর বাঘাইহাট বাজারের ব্যবসায়ী ও বাঙ্গালি নেতা নাজিম উদ্দীনসহ বেশ কয়েকজনকে ডেকে ইউপিডিএফ(প্রসীত) দলের পক্ষ থেকে ১ মাসের মধ্যে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়। বেঁধে দেয়া সময়ের মধ্যে মেয়েটিকে বাঙ্গালি নেতারা ফেরত দিতে না পারার কারণে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাঘাইহাট বাজার বন্ধ ঘোষণা করে ইউপিডিএফ(প্রসীত) দল।
ইউপিডিএফ(প্রসীত) দল কর্তৃক বাঘাইহাট বাজার বন্ধ ঘোষণার কারণে সেখানকার জুম্মদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ২০১০ সালের ১৬ই জানুয়ারি জুম্মদের উপর বাঙ্গালিদের সাম্প্রদায়িক হামলার পর দীর্ঘ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের ১৩ নভেম্বর পুনরায় চালু হয়। যার কারণে ঔখানকার স্থানীয়রা দীর্ঘদিন ধরে নিজেদের উৎপাদিত পণ্য বেচাকেনা করতে পারেনি। ফলত স্থানীয় জুম্মরা অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে পড়েছিল। ২০১৯ সালে পুনরায় বাজার চালু হওয়ার পরে সেখানকার মানুষেরা অর্থনৈতিকভাবে কিছুটা সাবলম্বী হতে শুরু করেছিল। এর মধ্যেও বহুবার ইউপিডিএফ(প্রসীত) দল বাজার বন্ধ ও খোলার খেলা খেলেছিল। গতকাল থেকে পুনরায় বাজার বন্ধ ঘোষণায় আবার অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।