‘আদিবাসী’ গ্রাফিতি পুনর্বহালের দাবির কর্মসূচিতে উগ্রবাদীদের হামলাঃ আহত ১৮

দেশসংবাদ

বিশেষ প্রতিবেদক, ঢাকা

এনসিটিবি কর্তৃক নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি’র ব্যানারে জড়ো হওয়া সেটলার উগ্রবাদীরা। এতে আদিবাসী নেতা অনন্ত বিকাশ ধামাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ অন্ততপক্ষে ১৮জন আহত হয়েছেন।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যবইয়ে গল্প-কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে নানাভাবে উঠে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের কথা। এর মধ্যে নবম ও দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামে একটি উগ্রবাদী সংগঠন। আদিবাসী শব্দটি বাতিলসহ কয়েকটি দাবিতে এই সংগঠনের ব্যানারে গত রোববার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও করে বিক্ষোভ করে। তাদের আপত্তির মুখে নবম ও দশম শ্রেণির একটি পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ইতিমধ্যে এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া এই বইয়ের অনলাইন ভার্সন বা পিডিএফে আগের সেই গ্রাফিতি বাদ দিয়ে নতুন একটি গ্রাফিতি যুক্ত করা হয়।

প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করার পর থেকেই এর প্রতিবাদ করে আসছিল আদিবাসী সংগঠনগুলো। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজু ভাস্কর্য পাদদেশ থেকে এনসিটিবি অভিমুখে পদযাত্রা এবং এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি ছিল আজ। একই সময়ে স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারেও এনসিটিবি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয় গতকাল।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণ মিছিল নিয়ে এনসিটিবি ভবনের সামনে পৌঁছলে লাঠি-ষ্ট্যাম্প নিয়ে আদিবাসী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে উগ্রবাদীরা। এই হামলায় অনন্ত বিকাশ ধামাই, ধন জেত্রা, টনি চিরান, রেং ইয়ং ম্রো, ইসাবা শুহরাত, সুশান্ত, জুয়েল মারাক, রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাঁ, বিশাল ত্রিপুরা, শৈলী, ফুটন্ত চাকমা, দনওয়াই ম্রো, শান্তিময়, এঞ্জেল, শান্তা চাকমাসহ অন্ততপক্ষে ১৮ জন আহত হয়েছেন।

এর আগে সকাল ১১টায় রাজু ভাস্কর্য পাদদেশে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দনওয়াই ম্রোর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডন জেত্রা, রেং ইয়ং ম্রো, অলীক মৃ প্রমুখ। সমাবেশ থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পাঠ্য বইয়ে আদিবাসীদের সঠিক ইতিহাস-সংস্কৃতি অন্তর্ভুক্ত করাসহ জুলাই অভভ্যুত্থানের প্রকৃত বোইষম্যহীন গণতান্ত্রিক চেতনার বাহক আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পূণর্বহালের দাবী জানানো হয়।

আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালইয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা এবং খাগড়াছড়ি সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন।

Tags: , , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র কমর্সূচিতে হামলায় খাগড়াছড়িতে বিক্ষোভ
পাঠ্যবইয়ের প্রচ্ছদ বদল, তিন আদিবাসী সংগঠনের প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu