বিশেষ প্রতিনিধি, ঢাকা
এনসিটিবি ভবনের সামনে আদিবাসী ও অধিকার কর্মীদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুণর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটির আয়োজনে।

আজ ২৪ জানুয়ারি, শুক্রবার ২০২৫ বিকেল ২ঃ৩০ সময়ে জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশের শুরু হয়। কবিতা পাঠ এবং বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানে গানে ১৫ই জানুয়ারি আদিবাসীদের উপর হামলার প্রতিবাদসহ পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুণর্বহালের দাবি জানানো হয়।
বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ সভাপতি টনি চিরানের সঞ্চালনায় এবং বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট উইনিটির সদস্য এবং বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি আন্তনী রেমার সভাপতিত্বে সাংস্কৃতিক সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্বল আজিম, সমতল আদিবাসী অধিকার আন্দোলনের সদস্য সচিব রিপন চন্দ্র বানাই, গানের দল সমগীতের সদস্য বিথি ঘোষ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ প্রমুখ।
সমাবেশ থেকে জানানো হয়, গত ১৫ই জানুয়ারি আদিবাসী এবং অধিকার কর্মীদের উপর হামলায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হলেও অন্যান্য দোষীদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। হামলার ভিডিও ফুটেজ, ছবি থাকলেও এমনকি দোষী ব্যক্তিরা বিভিন্ন অনলাইন মাধ্যমে লাইভে আসলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সমাবেশ থেকে এনসিটিবির সামনে হামলায় জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তি প্রদান, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবী জানানো হয়।
সমাবেশে গান করেন কৃষ্ণকলি, সায়ান, মাদল, বাংলা ফাইভ, এফ মাইনর, তুহিন কান্তি দাস, মরফিন ক্লাউড, দ্যা রাবুগা, ভিয়েন্টো, রেড টুইলাইট ও ব্ল্যাক বার্ডস।
কবিতা আবৃত্তি করেন মিঠুন রাকসাম, পরাগ রিছিল, সান্তুয়া ত্রিপুরা, কুর্নিকোভা চাকমা ও আদ্রিতা চাকমা।
এছাড়াও প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে ১৫ই জানুয়ারি হামলার ঘটনার ছবি প্রদর্শনী করা হয়।