অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জাতিগত সংখ্যালঘুদের অধিকারের প্রত্যাশাঃ জেএসএস

খাগড়াছড়ি প্রতিনিধি

গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে উনাদের প্রতি আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

গণমাধ্যমে পাঠানো সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক বিভু রঞ্জন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন দমনে অতিরিক্ত চাপপ্রয়োগ তথা নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলীবর্ষণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হত একইসাথে আন্দোলনের অকুতোভয় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের আন্তরিক সহানুভুতি ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিবৃতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার পার্বত্য চট্টগ্রামসহ সমতলের জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা তথা বাংলাদেশের সমগ্র জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tags: , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

আদিবাসী দিবসের কর্মসূচি স্থগিত
১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র ও আদিবাসীদের ৫% কোটা পুনর্বহালের দাবীতে পিসিপি’র বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu