ভ্যানগার্ড ডেস্ক
অধ্যাদেশ জারির পর ধর্ষণ মামলায় প্রথম মৃত্যুদণ্ডের আদেশ আসল টাঙ্গাইল থেকে।
খবর বাংলাদেশ প্রতিদিন এর সৌজন্যে।

জেলার ভুঞাপুরে এক মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ মামলায় বৃহস্পতিবার ৫ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গত মঙ্গলবার অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এর আগের দিন সোমবার এ সংক্রান্ত আইন ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।
দেশব্যাপী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেয় সরকার।