সিএইচটি ভ্যানগার্ড
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গন্ডারামছড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস(সন্তু) দলের ভয়াবহ বন্দুক যুদ্ধ সংঘটিত হয়েছে। জানা যায়, আজ রোববার দুপুর তিনটা থেকে কয়েকঘণ্টা ব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য মতে, এ যুদ্ধে অন্তত ৩০০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে এবং রোমিও ত্রিপুরা নামে ৭ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাজেক রুইলুই অস্থায়ী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। রোমিও ত্রিপুরা গণ্ডারামছড়া এলাকার ফবেন ত্রিপুরার ছেলে।
সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল জানান, শিশুটির চিকিৎসার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন তিন দিনের অবকাশ যাপনে বর্তমানে সাজেকে অবস্থান করছেন। সাজেকসহ আশপাশের এলাকায় বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কিন্তু তার মধ্যেও সশস্ত্র এই দুই সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) দলের মধ্যে ভয়াবহ এই বন্দুক যুদ্ধের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাজেক এলাকায় বিগত কিছুদিন ধরে ইউপিডিএফ (প্রসীত) জেএসএস(সন্তু) দলের মধ্যে চরম দন্দ্ব বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দু’দলের মধ্যে এ সংঘাত ও উত্তেজনার কারণে সাধারণ জুম্ম জনগণ খুবই আতঙ্কে রয়েছে। তারা এখন সাধারণ জুম্ম শিশুদেরও রেহাই দিচ্ছেনা। গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ সাজেকের মাচালংয়ের ব্রীজ পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের দুই চাঁদাবাজকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য জেএসএসকে (সন্তু) দলকে দায়ী করেছে ইউপিডিএফ। এরপর থেকেই এ অঞ্চলে দুই সশস্ত্র দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।