ভ্যানগার্ড প্রতিবেদক
গত ১৫ই অক্টোবর বান্দরবান জেলাধীন রোয়াংছড়ি উপজেলার নতুনপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত সাবেক মেম্বার সাউপ্রু মারমা হত্যাকান্ডের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
সংগঠনটির বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবামং মারমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সংগঠনের কর্মী মেঅং মারমা’র বরাতে জানানো হয়, প্রুনু অং মারমা এবং উনুমং মারমা’র নেতৃত্বে সন্তু লারমা নেতৃত্বাধীন ১০-১২ জনের সশস্ত্র দল রাত আনুমানিক ৮ঃ৩০ ঘটিকার সময়ে উক্ত বর্বরোচিত ঘটনাটি সংঘটিত হয়।
ঘটনার দিন সশস্ত্র দলটি কর্তৃক প্রথমে মেঅং মারমাকে গোসলরত অবস্থায় হত্যা করার উদ্দেশ্যে গুলী চালানো হয়।
এই ঘটনাটি কোন বিচ্ছিন ঘটনা নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদনের পরবর্তী সময় থেকে বিরুদ্ধ মতকে দমন তথা গলা টিপে হত্যা করার যে নীতি সন্তু লারমা গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করে চলেছেন তারই ধারাবাহিকতা এই হত্যাকান্ড।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে, সন্তু লারমার জাত বিধ্বংসী কর্মকান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।