ভেনগার্ড ডেস্ক, রাঙ্গামাটি
রাঙ্গামাটি সদরের ২নং মগবান ইউনিয়নে মিল্টন চাকমা নামে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র এক সদস্য নিহত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।
জানা যায় সোমবার (১৪ই ডিসেম্বর) ভোর রাতে টহলরত জীবতলি আর্মি ক্যাম্পের ৭ আরই সদস্যদের উপর একদল সশস্ত্র সন্ত্রাসী গুলি বর্ষণ করে। এতে সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে মিল্টন চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ একটি রিভালবার উদ্ধার করা হয়।
নিহত মিল্টন চাকমা ৫নং বন্দুকভাঙা ইউনিয়নের মগপাড়া গ্রামের সুরেমমনি চাকমার ছেলে। তিনি মগবান ইউনিয়নের প্রেজুছড়া গ্রাম থেকে বিবাহ করেন, সেই সুত্র ধরে তিনি প্রেজুছড়ায় গিয়ে বসতি স্থাপন করেন। তিনি জেএসএসের গ্রাম কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে রাঙ্গামাটির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।