সিএইচটি ভ্যানগার্ড

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যৌথখামার চৌংড়াছড়ি গ্রামে সেটেলার বাঙ্গালি কর্তৃক এক জুম্ম নারীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা।
আজ (১২ফেব্রুয়ারি ২০২৪) দুপুর ১ ঘটিকার সময় মিছিলটি খাগড়াছড়ি শহরের মহাজন পাড়াস্থ সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ হতে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি সুমতি বিকাশ চাকমার সঞ্চালনায় ও পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি ধনঞ্জয় ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সুভাষ চাকমা; পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ-সভাপতি সুনেন্টু চাকমা প্রমূখ।

বক্তারা বলেন, গত ০৯ফেব্রুয়ারি ২০২৪ইং মহালছড়ির চৌংড়াছড়ি গ্রামে এক জুম্ম গৃহবধু কুয়ায় পানি আনতে গেলে ওঁৎ পেতে থাকা দু’জন সেটেলার বাঙ্গালি গৃহবধুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এর পরবর্তী চিৎকার করলে গৃহবধুর স্বামী দৌড়ে গেলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়। এর পরবর্তী থানায় মামলা করা হলে গতকাল ১১ফেব্রুয়ারি মহালছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ শাহাদাত হোসেন সাজু (২৫) ও টুলু মিয়া (২২) নামে দু’জনকে গ্রেফতার করে। কিন্তু পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বৃদ্ধি পেয়েছে। সারা দেশে এযাবত ধর্ষণকারীরা গ্রেফতার হলেও কখনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি, কিছুদিন পরেই তারা জেল থেকে বের হয়ে যান। সে কারণে আমরা এই যে ধর্ষণ চেষ্টাকারী দু’জনকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বা ফাঁসি দাবী করছি। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয় তাহলে পাহাড়ী ছাত্র পরিষদ কঠোর আন্দোলনে যাবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আটক ধর্ষণ চেষ্টাকারী মোঃ শাহাদাত হোসেন সাজু (২৫) একই উপজেলার ৪নং মাইসছড়ি ইউপির ৮নং ওয়ার্ডের কাটিংটিলা গ্রামের হাবিবুর রহমান ও মাজেদা বেগমের ছেলে এবংটুলু মিয়া (২২) ১নং সদর মহালছড়ি ইউপির ৫নং ওয়ার্ডের চৌংড়াছড়ি গ্রামের মৃত মেছের আলী ও মৃত ময়ফুল বেগমের ছেলে।