খাগড়াছড়ি প্রতিনিধি
বিজুতে আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে ফেরার পথে গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রসহ টমটম চালককে অপহরণের অভিযোগ উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজু উৎসবে ৪ নং প্রকল্প ১২ নাম্বার এলাকায় নলেজ চাকমার বাড়িতে বেড়াতে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী। খাগড়াছড়ি ভ্রমণ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে আজ (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে গিরিফুল এলাকায় ইউপিডিএফের সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী এবং একজন টমটম চালককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন:
মৈত্রীময় চাকমা, চারুকলা বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ
দিব্যি চাকমা, নাট্যকলা বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ
রিশন চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ও পিসিপি চবি শাখার সদস্য
লংঙি ম্রো, প্রাণীবিদ্যা বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ
অলড্রিন ত্রিপুরা, চারুকলা বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ
সাথে অপহৃত হয়েছেন টমটম চালকও, যার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অপহৃতদের দ্রুত মুক্তি ও নিরাপত্তার দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন ও মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।