সিএইচটি ভ্যানগার্ড, বাঘাইছড়ি
বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত ও সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮ তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ ১০ নভেম্বর সকাল ৭ ঘটিকার সময় কালো ব্যাজ ধারণ, অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন ও স্মরণসভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটি। উপজেলা সদরের বাবুপাড়ায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি জেএসএস’র সভাপতি জ্ঞানজিব চাকমা।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুরেশ কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপ্রসাদ দেওয়ান,অধ্যক্ষ কাচালং সরকারি ডিগ্রী কলেজ; সাগরিকা চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ; ভদ্রসেন চাকমা, প্রধান শিক্ষক, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় ।
স্মরণ ভায় বক্তারা সকলে মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ ও চেতনাকে ধারণ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর জুম্ম জাতির ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
স্মরণ সভায় জেএসএস’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বন্ধু প্রতীম সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭ ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত হয়।
গতকাল (০৯ নভেম্বর ২০২১) দুপুর ১ ঘটিকার সময় জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা সদরের জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটি।