প্রসিত বিকাশ খীসাসহ ২৭ জন আসামীকে আত্মসমর্পণের নির্দেশ

রাঙ্গামাটি

সিএইচটি ভ্যানগার্ড, রাঙ্গামাটি

ছবিঃ প্রসীত বিকাশ খীসা, সংগৃহীত।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সভাপতি প্রসীত বিকাশ খীসাসহ ২৭ আসামীকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

রাঙ্গামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক এক বিজ্ঞপ্তিতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। অন্যথায়, আসামীদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তফসিলভুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা গ্রেফতার এবং বিচার এড়ানোর জন্য পলাতক রয়েছেন বা আত্মগোপন করেছেন। যেহেতু তাদের গ্রেফতার হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেহেতু আসামীদের আগামী ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আসামীদের অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হবে।

মামলার অন্য আসামীরা হলেন রঞ্জন মনি চাকমা জেনিট (৫২), সবিচ চাকমা সজল সুকর্ণ (৫৭), শান্তিদেব চাকমা সানি (৫০), সুমেট চাকমা (৪৫), উদয় শংকর চাকমা (৫২), প্রমোদ বিকাশ খীসা (৫৩), অমর জীবন চাকমা (৫৫), সর্বানন্দ চাকমা মকানন্দ (৪১), কানন কুসুম চাকমা (৪৭), রবি চন্দ্র চাকমা (৪৮), বিমল চাকমা উদয় (৫০), সুবিকাশ চাকমা (৩৭), সুজন মনি চাকমা (৩২), মধুরঞ্জন চাকমা (৪৮), অনিল চাকমা (৩০), সুপন চাকমা সুশীল জীবন (৫২), জ্যোতিলাল চাকমা (৫২), বিদ্যাময়ী ডিএম (৪০), অমর কান্তি চাকমা (৫০), কালামনি চাকমা (৩০), বৌধিসত্য চাকমা রিচার্জ (৪৪), বাবুল চাকমা (৩৫), তুষাণ চাকমা (৩০), সুশীল চাকমা (৩০), রহিম চাকমা (২৫) ও বিবিদ রতন চাকমা (২২)।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ এপ্রিল কালুময় চাকমা নামে জনসংহতি সমিতির এক কর্মীকে তার নানিয়ারচরের বাসা থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে বেতছড়ি শ্মশান থেকে কালুময় চাকমার দাহ করা লাশ উদ্ধার করা হয়। কালুময় চাকমার হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এ্যাডমিশন চাকমা নামের এক ব্যক্তি বাদী হয়ে রাঙ্গামাটির নানিয়ারচর থানায় ইউপিডিএফ সভাপতি প্রসীত বিকাশ খীসাসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিগত সময়ে উল্লেখিত কোনো আসামীকে গ্রেফতার করা যায়নি।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘এটি ২০১৮ সালের একটি হত্যা মামলা। এ মামলায় পুলিশ উল্লেখিত আসামীদের কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই বিজ্ঞ আদালত আসামীদের আত্মসমর্পণের জন্য নির্দেশনা দিয়েছেন বলে জেনেছি।’

Tags: , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

পানছড়িতে এম.এন. লারমা’র ৩৮ তম মৃত্যুদিবস ও জুম্ম জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
খাগড়াছড়িতে এমএন লারমা’র ৩৮তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালন করেছে জেএসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu