ভ্যানগার্ড প্রতিবেদক
“পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সকল প্রতিক্রিয়াশীল সুবাধাবাদী দালালদের বিরুদ্ধে সোচ্চার হোন” এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নানিয়াচর থানা শাখার ৩য় সম্মেলন আজ ১০ অক্টোবর, শনিবার সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে অনুষ্ঠিত হয়েছে।
শ্রী প্রীতি কুমার চাকমা’কে সভাপতি, শ্রী সুদত্ত চাকমা’কে সাধারণ সম্পাদক এবং শ্রী রুপম দেওয়ান’কে সাংগঠনিক সম্পাদক করে ২৩(তেইশ) সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, নানিয়াচর থানা কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বিদায়ী কমিটির সভাপতি শ্রী প্রীতি কুমার চাকমা সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শ্রী চিত্র বিকাশ চাকমা, যুব-বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী আপ্রু মং মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, শ্রী প্রগতি চাকমা, চেয়ারম্যান, নানিয়াচর উপজেলা পরিষদ ও সহ-সভাপতি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটি, শ্রী প্রবীর চাকমা, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটি।
সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পার্টির সকল স্তরে আদর্শিক, ঐক্যবদ্ধ এবং গতিশীল নেতৃত্ব ছাড়া কোন বিকল্প নাই।
বক্তারা আরও বলেন-পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের পার্টির গঠনতান্ত্রিক লাইন অনুসরন করে বাস্তবে রপ দিতে হবে এবং জনগণ-পার্টির মধ্যেকার স্বতঃস্ফূর্ত শক্তিশালী সম্পর্ক স্থাপনের উপর জোর দিতে হবে।