ভেনগার্ড ডেস্ক
বান্দরবানের চিম্বুক পাহাড়ে সিকদার গ্রুপের হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ বন্ধ না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে চিম্বুক পাড়াবাসীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো ই-মেইলে দাবি না মানা হলে কঠোর হওয়ার হুমকি দেন তাঁরা।
চিম্বুক পাড়াবাসীর নামে পাঠানো বিবৃতিতে দাবি করা হয়, গতকাল সকালে তাঁরা বান্দরবান শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে সংবাদ সম্মেলন করেন। তবে সেখানে গণমাধ্যমকর্মীরা না যাওয়ায় তাদের বক্তব্য ই-মেইল আকারে পাঠিয়েছেন।
কাপ্রুপাড়ায় গতকাল সকাল ১০টায় চিম্বুক পাড়াবাসীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাপ্রুপাড়ার কার্বারি (পাড়া প্রধান) ইংচাং ম্রো, দোলাপাড়া কার্বারি রুইতন ম্রো, কলাইপাড়া কার্বারি য়ান ওয়াই ম্রো, মেনসিং পাড়ার পাইচমং ম্রো উপস্থিত ছিলেন।
চিম্বুক পাড়াবাসীর বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলন ও প্রতিবাদ সত্ত্বেও সিকদার গ্রুপের পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের কাজ বন্ধ হয়নি। হোটেল নির্মিত হলে চারটি ম্রো পাড়া প্রত্যক্ষভাবে ও আটটি ম্রো পাড়া পরোক্ষভাবে ক্ষতিগ্রস্থ হবে। চিম্বুক পাহাড়ে বসবাসরত ম্রো জনপদের জনবিন্যাসে মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি হবে ও ম্রো’রা উচ্ছেদের মুখে পড়বে।
বিবৃতিতে আরও বলা হয়, হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ বন্ধের মানবিক আবেদন-নিবেদন, প্রতিবাদ সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি। এজন্য তাঁরা চরম ক্ষুব্ধ ও হতাশ। নির্মাণ কাজ বন্ধ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
খবর প্রথম আলোর