ভেনগার্ড প্রতিবেদক
বান্দরবান পার্বত্য জেলার চিম্বুক পাহাড়ে পর্যটনের নামে ম্রো জনগোষ্ঠীর ভূমি বেদখল করে সিকদার গ্রুপের মেরিয়েট হোটেল নির্মাণের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে স্থানীয় ম্রো আদিবাসীরা ।
চিম্বুক পাহাড়ে পর্যটন গড়ে উঠলে ম্রোদের জীবন-জীবিকার উপর চরম আঘাত আসবে বলে স্থানীয়রা মনে করেন। পাহাড়ে একের পর এক পর্যটন নির্মাণ করে স্থানীয় ভূমি পুত্রদের উচ্ছেদ করে সংখ্যালঘু আদিবাসীদের জাতিগতভাবে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে সমাবেশে অভিযোগ করা হয়।
পাহাড়ের মানুষ উন্নয়ন চায় কিন্তু স্থানীয় জনগোষ্ঠীকে উচ্ছেদ করে তাদের মতের বিরুদ্ধে পর্যটন তারা চায়না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে পার্বত্য এলাকায় পর্যটন নির্মাণের ক্ষেত্রে স্থানীয় জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের অনুমতি প্রয়োজন, কিন্তু পাহাড়ে অদ্যবদি যতগুলো পর্যটন নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ আঞ্চলিক পরিষদকে পাশ কাটিয়ে নির্মান করা হয়েছে বলে সমাবেশে দাবী করা হয়। যা পার্বত্য চট্টগ্রাম চুক্তির সম্পূর্ণ উলঙ্গন বলেও বক্তারা অভিযোগ করেন।
সমাবেশে সিকদার গ্রুপের এই মেরিয়েট হোটেল নির্মাণের উদ্যোগকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, একই সাথে এই পর্যটন নির্মাণ বন্ধের জন্য স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানানো হয়।