ভ্যানগার্ড ডেস্ক
বান্দরবানের চিম্বুক পাহাড়ের নাইতং পাড়ার ম্রো আদিবাসীদের হত্যার হুমকি দিয়েছে পাঁচতারকা হোটেল স্থাপনকারী লোকজন এবং এক রাষ্ট্রীয় বিশেষ বাহিনীর সদস্য গুলি করতে উদ্যত হয়েছে।
গত মঙ্গলবার (৫ জানুয়ারি ২০২১) দলা পাড়ার আদিবাসীরা নাইতং পাহাড়ে তাদের ভোগ দখলীয় জায়গায় ঝাড়ু ফুল কাটতে গেলে সেখানে পাঁচ তারকা হোটেল স্থাপনকারীরা তাদেরকে বাঁধা দিয়ে তাড়িয়ে দেয়। সেই ঘটনার প্রতিবাদস্বরুপ গতকাল ৬ জানুয়ারি ২০২১ গ্রামবাসীরা সবাই মিলে ঝাড়ু ফুল কাটতে যায়। যথারীতি গতকালকেও তাদেরকে বাঁধা দেয়া হয়। সেখানে অবস্থানরত সিকদার গ্রুপের লোক ও হোটেল স্থাপনকারীরা লাঠি দিয়ে কয়েকজন গ্রামবাসীকে মারতে উদ্যত হয়। গ্রামবাসীরা এর প্রতিবাদ জানালে অশালীন ভাষায় গালিগালাজ ও মৃত্যুর হুমকি দেয়া হয়। ফেসবুক ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় এক সেনা সদস্য বন্দুক তাক করে ম্রো গ্রামবাসীদের উপর গুলি চালাতে উদ্যত হয়েছেন।
এরপর কোম্পানির লোক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধিদের ডেকে নিয়ে যায় এবং ভবিষ্যতে কোম ধরণের প্রতিবাদ না করার জন্য হুমকি প্রদান করা হয়।
প্রসঙ্গত বিগত কয়েকমাস আগে হতে বান্দরবানের চিম্বুক পাহাড়ে ম্রো আদিবাসীদের ভূমি বেদখল করে পাঁচ তারকা হোটেল নির্মাণের অভিযোগ উঠেছিল সিকদার গ্রুপ ও সেনা কল্যাণ ট্রাস্ট্রের বিরুদ্ধে। দেশে-বিদেশে এর বিরুদ্ধে প্রতিবাদ, সমাবেশ হলেও আজও ম্রো আদিবাসীদের ভূমি বেদখল করে পাঁচ তারকা হোটেল স্থাপনা বন্ধ হয়নি।
পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশনের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় ভূমি বেদখলের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে, জাতিগত সংখ্যালঘুদের দিন দিন সংখ্যালঘুতে পরিণত করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা ভূমি সমস্যা, তাই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি কমিশনকে অতি দ্রুত যথাযথভাবে কার্যকর করা জরুরি।