খাগড়াছড়িতে নারী দিবস উপলক্ষে মহিলা সমিতি’র আলোচনা সভা

আন্তর্জাতিকপার্বত্য চট্টগ্রাম

সিএইচটি ভ্যানগার্ড, খাগড়াছড়ি

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়ছড়ি সদরস্থ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ১০ঘটিকার সময় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্রীমতি রত্না তঞ্চঙ্গ্যাঁর সঞ্চালনায় ও মহিলা সমিতি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতি কাকলী খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিজেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সংগ্রামী সভাপতি শ্রী আরাধ্য পাল খীসা । সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিসিজেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সংগ্রামী সহ-সভাপতি শ্রী প্রীতি খীসা , পিসিজেএসএস খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি শ্রী প্রত্যয় চাকমা, কমলছড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রী সুনীল চাকমা, মহিলা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রীমতি দুর্গারাণী চাকমা, মহিলা সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা, যুব সমিতি’র কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রী জগদীশ চাকমা প্রমূখ। এছাড়াও জনসংহতি সমিতি, যুব সমিতি, পিসিপি, মহিলা সমিতি ও পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বে এই করোনাকালে নারী নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারীসহ এদেশের আদিবাসী নারীদের উপর নির্যাতনের চিত্র বিশেষ লক্ষণীয়। জুম্ম নারী সমাজ যুগ যুগ ধরে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত ও বঞ্চিত। উগ্র জাতীয়তাবাদী ও মৌলবাদী শক্তির জাতিগত চরম শিকার হচ্ছে জুম্ম নারী সমাজ। পার্বত্য চট্টগ্রামের ইদানিংকালের চিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায় কতটা যৌন নিপীড়নের শিকার হচ্ছে জুম্ম নারী সমাজ।

শ্রী আরাধ্য পাল খীসা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে জাতিগত ও সামাজিক নিপীড়ন, সর্বোপরি উগ্র জাতীয়তাবাদী ও মৌলবাদী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে জুম্ম নারী সমাজকে আন্দোলনে সামিল করার লক্ষ্যে সকল ক্ষেত্রে সুযোগ বঞ্চিত এই নারী সমাজকে প্রগতিশীল রাজনৈতিক চিন্তাধারায় উদ্বুব্ধ হতে হবে। জুম্ম নারী সমাজকে পুরুষ বিদ্বেষী নারীবাদী দৃষ্টিভঙ্গি পরিহার করে প্রগতিশীল চিন্তাধারা লালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রগতিশীলতার আলোকে নারী সমাজকে এগিয়ে নিতে না পারলে শোষিত ও বঞ্চিত এই জুম্ম নারী সমাজে প্রকৃত সম-অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা কখনো সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, প্রীতিলতা, কল্পনা চাকমা, বেগম রোকেয়ারা যেভাবে সমাজে নারীদের অধিকার আদায় ও জাতীয় স্বার্থে লড়াই করে গেছেন এই জুম্ম নারীদেরকেও সেভাবে নারী মুক্তি ও জুম্ম জাতীয় অস্তিত্ব-জন্মভূমির অস্তিত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসতে হবে। জাতিগত নিপীড়নের পাশপাশি সামাজিক ও পারিবারিক জীবনেও জুম্ম নারী সমাজ বঞ্চনা-বৈষম্যের নিষ্পেষণে পদদলিত হয়ে আসছে। তাই জুম্ম নারী সমাজকে পুরুষশাসিত বেড়াজাল ও পারিবারিক দাসত্ব থেকে মুক্ত হয়ে শাসক ও শোষক শ্রেণীর সর্ব প্রকারের জাতিগত ও সামাজিক নিপীড়ন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিশ্বের নারী মুক্তি আন্দোলনের সাথে সঙ্গতি রেখে আন্দোলন চালিয়ে নেওয়ার আহ্বান জানান।

Tags: , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

ফাগুনের সাথে সেও বিদায় নিয়েছিল!
বান্দরবানে অস্ত্রধারী দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu